রুটি ওয়ালাকে ধরে আনো (Get The Bread Man)
রুটি ওয়ালাকে ধরে আনো! এই অন্যায় মানা যায় না!
রাজার রাজ্যে ১ লোক রুটি বিক্রি করতো। সে একমাত্র রুটি বিক্রেতা।
সে একদিন রাজার কাছে গিয়ে বললঃ 'হুজুর, অনেক বৎসর ৫ টাকা করে রুটি বিক্রি করি। এখন দাম বাড়িয়ে ১০ টাকা করতে চাই। আপনি যদি অনুমতি দেন!'
রাজা বললেন, 'যা কাল থেকে ৩০ টাকা রুটির দাম!'
দোকানী বলল, 'না হুজুর, আমার ১০ টাকা হলেই চলবে!'
রাজা বললেন, 'চুপ করে থাক! আর আমি যে দাম বাড়াতে...