হয়ত আমাদের জীবন চলার পথে সহায়ক হতে পারে!
গন্তব্যহীন ইঁদুর দৌড় থেকে একটু থমকে দাঁড়াই
কয়েকটি ঘটনা, হয়ত আমাদের জীবন চলার পথে সহায়ক হতে পারে!
১. সেদিন বুয়া এসে ঘর পরিষ্কার করার সময় বিছানায় কাঁথা দেখে খুব অবাক হয়ে বললো, "আপা, এই গরমে আপনে কাঁথা গায়েত দেন!!"
তারপর নিজেই আবার স্বগতোক্তি করলো, " আপনারার তো এসি আছে, এর লাইগ্যা শীত করে। আমরার বাড়িত টিনের চাল, এমুন গরম পরে.."
তার চেহারায় প্রচণ্ড গরমের বিদ্ধস্ততা প্রকট ভাবে বিদ্যমান।
হঠাৎ...